ময়মনসিংহে বিশ্ব ডিম দিবস ২০১৯ উৎযাপিত
সুস্থ্য মেধাবি জাতি চাই, প্রতিদিনই ডিম খাই – এই প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আজ ময়মনসিংহে পালিত হলো বিশ্ব ডিম দিবস ২০১৯। প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর যৌথ আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারো পালিত হলো দিবসটি। সকাল দশ ঘটিকায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে এলজিইডি ভবন মিলনায়তে শেষ হয়। আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন, প্যাথলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। সভায় বক্তারা প্রতিদিন ডিম খাওয়ার প্রয়োজনীয়তা ও ডিমের বিভিন্ন উপকারি দিক নিয়ে আলোচনা করেন।
সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালিত হয়। ১৯৯৬ সালে অষ্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্ব ডিম কমিশন যা প্রতি বছর বিশ্ব ডিম দিবস পালনে বিশ্বব্যাপি নেতৃত্ব দিয়ে থাকে। মূলত সারাবিশ্বে ডিম খাওয়া সম্পর্কে জন সচেতনতা সৃষ্টিই এই কমিশনের মূল লক্ষ্য।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!