বিদেশি শিক্ষার্থি হারানি জানাকি রামানের শোকসভা অনুষ্ঠিত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হল হারানি জানাকি রামানের শোকসভা।শোকসভাটি শুরু হয় দূপুর ২টা ৩০ মিনিটে। সভায় উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সোলেমান আলী ফকির সহ বিভিন্ন অনুষদের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত ডিভিএম লেভেল-২, সেমিস্টার-২ (জুলাই-ডিসেম্বর/২০১৯) শ্রেণীর মালয়েশিয়ান ছাত্রী Harranii Janaky Raman শ্বাস-কষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ৯.১১.২০১৯ তারিখ শনিবার রাত ১.১৫ মিনিটে মৃত্যুবরণ করেন।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!