ডা. পুনম এর প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ অর্জন
ডা. সাদিয়া আফরিন পুনম ২০১৭ সালের ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে সর্বোচ্চ জিপিএসহ (৪.০০ এর মধ্যে ৩.৯০৩) প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ প্রাপ্ত হয়েছেন। তিনি বর্তমানে বাকৃবির মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগে এমএস কোর্সে অধ্যায়নরত।
ডা. পুনম কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন এন. সহিলা গ্রামের জনাব মজিবুর রহমান ও নাসরিন সুলতানার এক কন্যা ও দুই পুত্রের মধ্যে সবচেয়ে বড়। আদর্শ শিক্ষক ও বিজ্ঞানী হয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার ইচ্ছা পোষণ করেন ডা. পুনম। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার দিকে বিশেষ নজর দেওয়ার প্রতি ছাত্রছাত্রীদেরকে আহবান জানান তিনি।
বিডিভেটনেট এর পক্ষ থেকে ডা. পুনমকে শুভচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা তার সর্বাাঙ্গীন মঙ্গল কামনা করি।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!