দেশের বিশিষ্ট প্রবীন ভেটেরিনারিয়ান সাবেক উপপরিচালক ডা. .হাবীব উল্লাহ খান ২ নভেম্বর, বৃহঃস্পতিবার বিকালে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬।
ডা. হাবীব উল্লাহ খান ১৯৩৭ সালে ১ জানুয়ারি ব্রাম্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের খান বাড়ীতে জন্মগ্রহন করেন ।
ডা. হাবীব উল্লাহ খান ১৯৭৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম ) ডিগ্রীঅর্জন করেন এবং একই বছরে প্রাণিসম্পদ অধিদপ্তরে যোগদান করেন।
তিনি ১৯৯৩ সাল হতে মিরপুর কেন্দ্রীয় মুরগীর খামারে দীর্ঘদিন সততা ও দক্ষতার সাথে উপ–পরিচালকের দায়ীত্ব পালন করেন।কর্মরত অবস্থায় সরকারকে মুনাফা দিয়ে প্রশংসিত হন তিনি।
একজন দক্ষ সৎ ভেটেরিনারিয়ান ও পোলট্রির বিশেষজ্ঞ হিসেবে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেন তিনি।
অবসর গ্রহনের পরেও তিনি দেশের বিভিন্ন সরকারী বেসরকারী পোল্ট্রি ও ডেইরী খামারে চিকিৎসা সেবা ও কনসালটেন্সি দিয়েএসেছেন। দেশের প্রাণিসম্পদ সেক্টরে ডা. হাবীব উল্লাহ খাঁনের অবদান নতুন প্রজন্মের ভেটেরিনারিয়ানদের অনুপ্রানিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শুভানুধ্যায়ীরা।