চলে গেলেন মিরপুর কেন্দ্রীয় মুরগীর খামারের সাবেক উপ-পরিচালক ডা. হাবীব উল্লাহ খান

Share Via

দেশের বিশিষ্ট প্রবীন ভেটেরিনারিয়ান সাবেক উপপরিচালক ডা. .হাবীব উল্লাহ খান  নভেম্বর, বৃহঃস্পতিবার বিকালে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬।

ডা. হাবীব উল্লাহ খান ১৯৩৭ সালে জানুয়ারি ব্রাম্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের খান বাড়ীতে জন্মগ্রহন করেন

ডা. হাবীব উল্লাহ খান ১৯৭৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম ) ডিগ্রীঅর্জন করেন এবং একই বছরে প্রাণিসম্পদ অধিদপ্তরে যোগদান করেন।

তিনি ১৯৯৩ সাল হতে মিরপুর কেন্দ্রীয় মুরগীর খামারে দীর্ঘদিন সততা দক্ষতার সাথে উপপরিচালকের দায়ীত্ব পালন করেন।কর্মরত অবস্থায় সরকারকে মুনাফা দিয়ে প্রশংসিত হন তিনি।

একজন দক্ষ সৎ ভেটেরিনারিয়ান পোলট্রির বিশেষজ্ঞ হিসেবে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেন তিনি।

অবসর গ্রহনের পরেও তিনি দেশের বিভিন্ন সরকারী বেসরকারী পোল্ট্রি ডেইরী খামারে চিকিৎসা সেবা কনসালটেন্সি দিয়েএসেছেন। দেশের প্রাণিসম্পদ সেক্টরে ডা. হাবীব উল্লাহ খাঁনের অবদান নতুন প্রজন্মের ভেটেরিনারিয়ানদের অনুপ্রানিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শুভানুধ্যায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *