বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল কাফি ইন্তেকাল করেছেন। আজ দুপুর ১২.৩২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
গত ৫ জানুয়ারি দিবাগত রাতে ব্রেইন স্ট্রোক করেন তিনি। তাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়।
জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাদ এশা ৭.৪৫ মিনিটে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নিজ বাড়ি বগুড়াতে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে।
মূত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।